
দি থার্ড আই, ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে কেন্দ্রের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। শনিবার একটি টুইটের মাধ্যমে বলেন, “যথেষ্ট পরিমাণে নমুনা টেস্ট হচ্ছে না।” তিনি কটাক্ষের সুরে আরো বলেন , “হাততালি দিয়ে, আকাশে টর্চের আলো ফেলে সমস্যার সমাধান হবেনা।” একটি তালিকার মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করে দেন।
ভারতে প্রতি লক্ষ্যে মাত্র 29 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যেখানে পাকিস্তানের প্রতি লক্ষ্যে 67 জনের এবং দক্ষিণ কোরিয়ায় প্রতি লক্ষ্যে 7 হাজার 700 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
উপরিউক্ত তথ্য উল্লেখ করে রাহুল গান্ধী প্রশ্ন করেন, “এত কম পরীক্ষা করা হচ্ছে কেন ? কারণ প্রধানমন্ত্রী এসব পাত্তা দেন না” সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত ভারতে কোভিড-১৯ সংক্রমণে ৭৫ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছে ৩০০০ জনের উপরে।
শুক্রবার একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেন আগামী ৫ই এপ্রিল রাত্রি ৯ টার সময় ৯ মিনিটের জন্য ঘরের আলো বন্ধ করে প্রদীপ, মোমবাতি, টর্চ লাইট, মোবাইলের ফ্লাস ইত্যাদি জ্বালানোর জন্য। ইতিমধ্যেই এই কর্মসূচি ঘিরে একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কোন কোন রাজ্য মনে করতেছে এই কর্মসূচি পালন করলে বড় বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে। একাধিক বিদ্যুৎ কোম্পানি বিবৃতি দিয়েছে, “চাহিদা এবং যোগানের হেরফের হলে বসে যেতে পারে গ্রিড”।কার্যক্ষমতা হারাতে পারে এসি, ফ্রিজ, টিভি প্রভৃতি হাই ভোল্টেজ সামগ্রী । ফলে বিদ্যুৎ বন্টন কর্তাদের চিন্তা ক্রমশ বাড়ছে।
অবশ্য সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে ভারতের বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় বিদ্যুৎ বিভাগ সমর্থ ও স্থিতিশীল এবং চাহিদার হ্রাস-বৃদ্ধিতে পর্যাপ্ত ব্যবস্থা এবং নিয়ম প্রস্তুত রয়েছে”। পাশাপাশি সরকারের তরফ থেকে জানানো হয় আগামী রবিবার 9 মিনিটের জন্য মোমবাতি প্রদীপের আলো জ্বালানোর সময় ফ্যান, কম্পিউটার ইত্যাদি বন্ধ করার প্রয়োজন নেই।