
সোমনাথ দত্ত, মালবাজার: মাল শহরের পুরোহিত, মৌলবী দের ত্রাণ দিলো মাল পৌরসভা। প্রায় এক মাস অতিক্রান্ত লকডাউনের মেয়াদ। বর্তমান সময়ে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির, মসজিদ, গুরুদুয়ারা বন্ধ। যেসকল ব্যাক্তি যাজক বৃত্তির মধ্য দিয়ে নিজেদের জীবিকা অতিবাহিত করেন তারাই এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছেন, রোজগার প্রায় বন্ধ। এমতবস্থায় এই পেশার সাথে যুক্ত ব্যাক্তিদের সাহাৰ্য্যার্থে এগিয়ে এল মাল পৌরসভা। সোমবার পৌরসভা কার্যালয়ে মাল শহরের সমস্ত পুরোহিত, মৌলবী ও জ্ঞানীদের হাতে ২৫ কেজি চাল ও নগদ ১০০০ টাকা তুলে দেন সকলের হাতে পৌরপিতা শ্রী স্বপন সাহা। উপস্থিত ছিলেন মিঠু মুখার্জী, পুলিন গোলদার, সমর দাস, বিকাশ মোর প্রমুখ কাউন্সিলর বৃন্দ। পৌরপিতা শ্রী স্বপন সাহা বলে পুজো, বিয়ে সহ কোনো সামাজিক আচার অনুষ্ঠান এই মুহূর্তে শহরের কোনো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে না। এতে ওনারা সকলেই সমস্যার মধ্যে ছিলেন, তাই পৌরসভা তাদের পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করলো। এভাবেই পৌরসভা সকলের পাশে আছে আগামীতেও থাকবে। পুরোহিত মঞ্চের সভাপতি চন্দ্রনাথ ভট্টাচার্য বলেন অনেকেই পূজার্চনা করে সংসার চালান তাদের এই সহযোগিতা কাজে লাগবে এবং তারা উপকৃত হবেন। মালবাজার পুরোহিত মঞ্চের তরফ পৌরপিতা ও সকল সদস্য দের অভিনন্দন জানিয়েছেন।