
মোসারফ চৌধুরী, মালদা : দুই বছরের পুত্র সন্তানকে কোলে নিয়ে চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়।
জানা গেছে লিজা খাতুন নামে অষ্টাদশী তরুণীর বছর তিনেক আগে যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসির শেখের সঙ্গে বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হত। করোনার প্রকোপে লকডাউন চলাকালেও এক লক্ষ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। ক্রমাগত বাড়তে থাকা অত্যাচার সহ্য করতে না পেরেই শুক্রবার সকালে ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনাস্থলেই সন্তান সহ ওই গৃহবধূর মৃত্যু হয়। ইংরেজবাজার থানার পুলিশ দেহ তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।