নিউজপিডিয়া ডেস্ক, ১৭ জুনঃ করোনা পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই বৈঠকে বক্তার তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে তৃণমূলের নেতারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
এই রকম মনোভাবকে বৈষম্যমূলক বলে বর্ণনা করে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কেন্দ্র কেনো বাংলার মানুষের উদ্বেগ নিয়ে সচেতন নয়? আমরা এই অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছি। একসঙ্গে সবার লড়াই করা উচিত ছিল। আপনি যদি এত ভয় পান তাহল কেনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু ভিসির জন্য ডাকবেন? ” কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আগের বৈঠকে বক্তব্য রেখেছিলেন, তাই বক্তার তালিকায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠকে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়।
এবিষয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী বলেন, “করোনা মোকাবিলায় গঠনমূলক সমালোচনা নিয়ে কেন্দ্র এতোটাই উদ্বিগ্ন যে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বক্তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলার মানুষ এটা ক্ষমা করবে না।”
তৃণমূলের দাবি, মোকাবিলায় বাংলা এগিয়ে রয়েছে এবং বাংলা যেভাবে কাজ করছে কেউ তা করেনি। কেন্দ্র এটি অস্বীকার করতেই বাংলার মুখ্যমন্ত্রী কে ডাকা হয়নি। এছাড়া রাজ্যের বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসও বলেছে, বক্তাদের তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি “দুর্ভাগ্যজনক”। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “করোনার বিরুদ্ধে বাংলার লড়াই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে কেন্দ্র বাংলা শুনতে অস্বীকার করেছে। কেন্দ্র বাম বাংলার বিষয়ে শুনতে আগ্রহী নয়”?