নিউজপিডিয়া ডেস্ক: “গতরাতে ঘটে যাওয়া ধূপগুড়ির দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক,” এভাবেই দূর্ঘটনার শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে টুইট করে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেইসাথে, দূর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার মুখ্যমন্ত্রী পুরুলিয়ার বেলগুমা পুলিস লাইনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই এদিন ধূপগুড়ির দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি।
এই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়িতে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর নাবালক-নাবালিকা যারা আহত হয়েছে দুর্ঘটনায়, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
প্রসঙ্গত, ধূপগুড়ির পথ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। তিনিও শোক জ্ঞাপন করে টুইট করে গভীর শোকপ্রকাশ করেন।