নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার বিধানসভা নির্বাচন। তার আগেই একটি সভার পাল্টা সভাও শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির। নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে তিনিই আসন্ন ভোটে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও প্রার্থী হবেন। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর চর্চা। আর এবার অমিত শাহকে সরাসরি তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান করলেন মমতা নিজেই। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “নন্দীগ্রামে আমার বিরুদ্ধে ভোটে লড়ুন উনি।”
মমতার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরই শুভেন্দুও পাল্টা বলেন, “কোনও বিখ্যাত প্রার্থীর দরকার নেই, নন্দীগ্রামে মমতাকে হারাতে ধর্ষিতা রমণী রাধারানী আড়িই যথেষ্ট।” উল্লেখ্য, সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু এর আগেও তাঁর প্রাক্তন দলনেত্রীকে আক্রমন করে বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে হাফ লাখ ভোটে হারাতে না পারলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন। তবে অমিত শাহ কোচবিহার থেকে মমতাকে উৎখাত করার হুমকি দিলেও, নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান নিয়ে তাঁকে কোনও প্রতিক্রিয়া করতে এখনও দেখা যায়নি।