নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হল ব্যাঙ্ক। সোমবার বন্ধ করে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র শালবনি শাখা। মূল প্রবেশ পথে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার নির্ধারিত সময় পার হয়ে গেলেও ব্যাঙ্কের ওই শাখা বন্ধ থাকে। ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে জানা যায়, ওই শাখার ম্যানেজার গত সপ্তাহের শেষে ঝাড়খণ্ডের রাঁচিতে নিজের বাড়ি গিয়েছিলেন। সেখানে অসুস্থ বোধ করায় তিনি নমুনা পরীক্ষা করান। সেই রিপোর্ট আসে পজিটিভ।
করোনা ধরা পড়তেই বিষয়টি তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং শালবনি থানাতে জানিয়ে দেন। পরে থানা থেকে কর্মীরা ব্যাঙ্কের শাখায় এসে শাখার মূল দরজায় ব্যাঙ্ক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন এবং ব্যাঙ্ক বন্ধ করে দেয়।
ঘটনায় ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি ওই শাখার আরও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ব্যাঙ্ক খোলার বিষয়টি পরবর্তীতে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।