নিউজপিডিয়া ডিজিটাল ডেস্ক: ইউটিউব সিলভার প্লে বাটন পেলেন বহরমপুরের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মানস সিনহা।
ছোটো বেলা থেকেই ইতিহাস ছিল তাঁর প্রিয় বিষয়। ভেবেছিলাম ইতিহাস নিয়েই পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠেনি। চাকরির চাহিদার ভিত্তিতে অন্য বিষয় নিয়ে পড়াশোনা শেষ করতে হয়েছিল ও মানস বাবু কে। কিন্তূ কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয়। ১৭ ই সেপ্টেম্বর ২০১৮ সালে মানস বাংলা নামে একটি ইউটিউব চ্যানেল খুলেন। সেখানে ইতিহাস নানা খুঁটিনাটি বিষয় মানুষের সামনে তুলে ধরেন।
মানস বাবু মূল উদ্দেশ্য ছিল বাংলার ভাষায় ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরা। ধিরে ধিরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। দেশ এবং দেশের বাইরে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। পুরষ্কার স্বরুপ হিসাবে সুদূর আমেরিকা থেকে এলো Silver Play Button। বর্তমানে তাঁর চ্যানেল- এ সাবস্ক্রাইবার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার। তাঁর চ্যানেল-এ ভিডিও সংখ্যা 90 টির উপরে। মানস বাবু বলেন Silver Play Button পেয়ে খুব খুশি। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও দেওয়া চেষ্টা করবো।
congratulations Manas babu.