নিজস্ব সংবাদদাতা, মালবাজার: বিগত কয়েকমাস ধরেই মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটে। মালবাজার থানার আই সি সুজিত লামা জানান, চুরির তদন্তে নেমে মালবাজার থানার সাব ইন্সপেক্টর নৈমুদ্দিন শেখ ৫ জনকে গ্রেপ্তার করেন এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেন। রবিবার উদ্ধার হওয়া জিনিসপত্র মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রির মধ্যে যেমন রয়েছে এলইডি টিভি, মন্দিরের ঘন্টা, সোনার অলঙ্কার সহ অন্যান্য ব্যবহার্য সামগ্রী।
ইতিমধ্যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেটেলি ব্লকের জমিউল হক, শহরের ১৩ নং ওয়ার্ডের আতাবুল মহম্মদ, কুচবিহার জেলার পুন্ডিবাড়ী থানার অধীন কালাম মিঞাকে। এদের কাছ থেকে চুরি যাওয়া এল ই ডি টিভি সিজ করা হয়। কিছুদিন আগেই শহরের ৭ নং ওয়ার্ডের সুর্য সেন কলোনীর শিব মন্দিরে চুরি হয়েছিল। সাব ইন্সপেক্টর নৈমুদ্দিন সুর্যসেন কলোনীর মুন্না দাস নাম এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে এবং মন্দিরের চুরি যাওয়া সামগ্রী যথা ঘন্টা, মুকুট, বাসনপত্র, বিগ্রহ উদ্ধার করেন।
মালবাজার থানার আই সি সুজিত লামা বলেন, “যে সকল ব্যাক্তির সামগ্রী চুরি গিয়েছিলো তারা উপযুক্ত প্রমান দিয়ে থানা থেকে সেইসব সামগ্রী মালিকদের ফেরত দেওয়া হয়েছে।”
চুরি যাওয়া সামগ্রী ফেরৎ পেয়ে খুশি ব্যাবসায়ী থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ এবং সাধারন মানুষ। পুলিশের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।