নিউজপিডিয়া ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপিতে শীঘ্রই বড়সড় ধ্বস নামতে চলেছে। টাইমস নাও টিভি চ্যানেলের খবর অনুযায়ী, ২১ জন বিজেপি নেতা কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এদের মধ্যে অনেকে গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
সূত্রের খবর, চারজন বিজেপি সাংসদ তৃণমূলে যাচ্ছেন। তাঁদের মধ্যে তিনজনই এর আগে দলত্যাগ করেন। পশ্চিমবঙ্গ থেকে টানা দুবারের এক বিজেপি সাংসদ গত তিন মাস ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। তিনি দিল্লিতে তৃণমূলের প্রথম সারির এক নেতার সঙ্গে মিটিং করেছেন।
সেই সঙ্গে বিজেপির এক বিধায়কও তৃণমূলে যাচ্ছেন। পাশাপাশি ১৬ জন বিজেপির কাউন্সিলর নিজেদের পুরানো দল তৃণমূলে ফিরছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে।
কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে ইঙ্গিত দেন বেশ কিছু বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এখন দেখার দেবাংশুর কথা কতটা সত্যি হয়।
কয়েকদিন আগে বিজেপির মিটিংয়ে সর্বভারতীয় নেতারা বাংলার নেতাদের একাংশকে বকুনি দিয়েছেন বলে সূত্রের খবর। দিলীপ ঘোষের বিরুদ্ধে সবার সঙ্গে সম্পর্ক না রাখার অভিযোগ উঠেছিল। রাজ্য বিজেপিতে তেমন গুরুত্ব না পাওয়ায় নেতারা তৃণমূলে যাচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
Didi Chara unnayan impossible, Didi ei akmatra Bangla r varsha. Tai dal tagi tmc ra pariskar bugte pere6e Didi r ka6e je prestige & kaj karar je adikar paoya jay,jeta anna dale kono mate possible nay ,Tai unara Dale Dale didir unnayan r karma jogge participate karte chai6e… Jay hind ,jay Bangla
2021 sale didi chhara kono goti nei karon bjp theke wb te cm hobe amon kono mukh dekhte pachhchhi na r dilip ghosh kono angle thekei cm a fit hobe bole mone hoyna