উজির আলি, মালদা: দোল উৎসবের আগে বিশেষ অভিযান চালিয়ে মালদা জেলার পুকুরিয়া থানার পুলিশ অবৈধ দেশী বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ভাগীরথ মাহাতো এবং মানিক কর্মকার। ধৃতদের বাড়ি পুকুরিয়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে দোল উৎসব শান্তিপূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে পুকুরিয়া থানার পুলিশ। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে রবিবার ভোর রাতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে বিশেষ তল্লাশি অভিযান। এই অভিযানে পুকুরিয়া মির্জাতপুর এবং পীরগঞ্জ থেকে অবৈধভাবে কয়েকশো বোতল দেশী বিদেশী মদ মজুদের খবর পেয়ে হানা চালায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুইজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত দুই জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।