বাপি আকুঞ্জি , ২রা জুলাই: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট -এর রাজ্য সদর দপ্তরে শিক্ষা বিষয়ক সেমিনার, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান। এদিন রাজ্য অফিস থেকে সামাজিক দূরত্ব বিধি মেনেই ছাত্র-ছাত্রীদের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেয়া হয়।
সিরাত রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যেহেতু রাজ্য সরকার সতর্কতা অবলম্বনের লক্ষ্যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারকে বাধ্যতামুলক করেছে, তাই আমরাও সরকারী আইনকে মান্যতা দিয়ে, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাকে সাধুবাদ ও সহমত জানিয়ে আজ থেকে শুরু করলাম ছাত্র-ছাত্রীদের জন্য মাক্স ও স্যানিটাইজার বিতরণ। আবু সিদ্দিক আরও বলেন , আগামী ৩১শে জুলাই পর্যন্ত টানা একমাস ধরে এই কর্মসূচি চলবে এবং হাজার হাজার ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেয়া হবে মাক্স ও স্যানিটাইজার ।
এছাড়া তিনি এদিন শিক্ষা বিষয়ক একটি টিভি সাক্ষাৎকারে বলেন, “আমরা সিরাতের পক্ষ থেকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যখন সব অফিস আদালত খুলে গিয়েছে, পাশাপাশি যাত্রীবাহী বাস, যানবাহন দেদারে চলছে, অনুরূপভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিকল্প কিছু পথ বার করে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি খোলার ব্যবস্থা করা হোক।” এদিনের মাক্স ও স্যানিটাইজার বিতরণে অংশ নিয়েছিলেন বিশিষ্ট শিক্ষক আবদুর রহমান, এহসানুল হক, ইমরান মোল্লা, রবিউল ইসলাম, সেখ আজহার উদ্দিন, সেখ আফ্রীদী, রাকেশ প্রমুখ।