বাপি আকুঞ্জি, সরবেড়িয়া: সারা দেশের সাথে তাল মিলিয়ে ১৫ই আগস্টের মধ্যরাত্রিতে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলো উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার (ন্যাজাট) অন্তর্গত সরবেড়িয়া বিপ্লব সংঘ। এদিন ক্লাবের নতুন ভবনে প্রতিটি সদস্য সহ এলাকার বাসিন্দা ও ছোট থেকে বড় সকলেই একত্রিত হয়ে জাতীয় সংগীত মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন
৭৪তম স্বাধীনতা দিবসের মধ্যরাত্রিতে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি সেখ সাহাজাহান। এরপর একে একে বীর বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাবের এক্সিকিউটিভ সদস্যরা, দীপ কুমার গারু (সম্পাদক), সমীর কুমার দাস , শফিকুল ইসলাম মোল্লা ও আলমগীর সেখ সহ আরো অন্যান্যরা। ক্লাব কর্তৃপক্ষ এ বছর করোনা পরিস্থিতির জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন। ক্লাবের পক্ষ থেকে প্রায় পাঁচশো মাস্ক সাধারণ মানুষের সাথে ক্লাবের সদস্যদের বিতরণ করা হয়।
ক্লাব সম্পাদক দীপ কুমার গারু নিউজপিডিয়ার সাংবাদিককে বলেন, প্রতিবছর আমরা সকালবেলায় জাতীয় পতাকা উত্তোলন করি , কিন্তু এ বছর ৭৪তম বর্ষে ক্লাব সভাপতি সেখ সাহাজাহান সাহেবের নির্দেশেই মধ্যরাত্রিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ক্লাব সভাপতির মস্তিষ্ক প্রসূত অভিনব ভাবনা ছিল মাস্ক বিতরণ। আমরা প্রায় পাঁচশোর বেশি মাস্ক বিতরণ করলাম ক্লাব সদস্য সহ জনসাধারণকে।মধ্যরাত্রিতে উপস্থিত সকলকে রাতের খাবার ব্যবস্থা করেন ক্লাব সভাপতি সেখ সাহাজাহান। রাতের খাবার মেনুতে ছিল ভাত, ডাল ,ইলিশ মাছ ও খাসির মাংস।