নিউজপিডিয়া ডেস্ক: আধুনিক যুগে দাড়িয়েও মধ্যযুগীয় বর্বরতা যে বিদ্যমান তার প্রমাণ মিলল আবারও। ডাইনি অপবাদে ব্যাপক ভাবে মারধর করা হয় এক মহিলাকে। আর তাতেই প্রাণ খোয়ালেন মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার গাওয়ান থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃতা ওই মহিলার নাম গীতা দেবী। গীতা দেবীর পরিবারের অভিযোগ,তার গ্রামের কিছু লোক তাকে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুড়ি মহুয়ার মহকুমা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানায় মহুকুমা থানার পুলিশ অফিসার নবীন কুমার সিংহ।
পুলিশ সূত্রে খবর, মৃতা গীতা দেবীর পরিবারের সাথে গ্রামেরই অপর এক পরিবারের পুরনো কলহ রয়েছে। আর এই কলহের জেরেই ডাইনি অপবাদে মার ধর করা হয় গীতা দেবীকে। সম্প্রতি গীতা দেবী জেল থেকে ছাড়া পেয়েছিলেন বলে পুলিশ জানায়। অভিযুক্ত পরিবারের নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।