মুর্তাজা আলী, ৫ জুলাইঃ করোনা পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭ লাখ। আমাদের রাজ্যে এই সংখ্যাটা প্রায় ২১ হাজার । কোচবিহার জেলার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ এরও বেশি। এই অবস্থায় মাথাভাঙ্গার মহকুমা শাসক জীতিন যাদবের প্রশাসনিক ভূমিকা অনেকের প্রশংসা কুড়িয়েছে। এর আগে মাথাভাঙ্গা শহরে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার, পোস্টার, মাইকিং করেছেন। এবার “SMS” নামে নতুন কর্মসূচি ঘোষণা করলেন। কী এই SMS ?
S= SOCIAL DISTANCE.
M= MASK.
S = SANITIZER.
শহর জুড়ে পোস্টার , প্লাকার্ড, টিশার্টের মাধ্যমে প্রচার চলছে। মাথাভাঙ্গাবাসী সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসকের এই উদ্যোগকে। জেলার অন্য অংশেও এই কর্মসূচি পালনের ব্যাপারে তিনি উদ্যোগী হয়েছেন।
এ ব্যাপারে মহকুমা শাসক বলেন, “আমাদের করোনাকে উপেক্ষা করে বাঁচতে হবে. এইজন্য SMS কে ফলো করে চলতে পারলে আমরা বিপদমুক্ত হয়ে আগামী দিনে সঠিকভাবে বাঁচতে পারবো।”
মহকুমা শাসকের এই কাজের সঙ্গে হাত মিলিয়েছে ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাথাভাঙ্গা শাখা, দিনহাটা মহকুমা শাসক সেখ আনসার, দিনহাটা ও বামনহাট বিডিও টিম।
ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাথাভাঙ্গা শাখার সম্পাদক কৌশিক দে বলেন, “মাথাভাঙ্গার মহকুমা শাসক আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন। স্যার যেভাবে মানুষের জন্য ভাবছেন এর জন্য সংগঠনের মাথাভাঙ্গা শাখার পক্ষ থেকে কুর্নিশ জানাই। শনিবার মাথাভাঙ্গা মহাকুমা শাসকের অনুপ্রেরণায় মাথাভাঙ্গা শীতলকুচি, বামনহাট, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার এবং ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন শাখার সমস্ত সদস্যদের হাতে মহকুমা শাসকের প্রেরিত বার্তা এবং SMS টি শার্ট তুলে দেওয়া হয়। সাধারণ মানুষকেও SMS ফলো করার অনুরোধ জানাই। আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন ভাবে এই প্রচার অভিযানে নেমেছেন।”

এই কর্মসূচিতে সংগঠনের তরফে কৌশিক দে, চিরঞ্জিত সর্কার, হংসরাজ সরকার, দীপক বর্মন, রহিত ইসলাম, মুর্তাজা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।