সোমনাথ দত্ত, মালবাজার: শুক্রবার প্রাথমিক স্কুল পরিদর্শকের দপ্তরে গিয়ে মালবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বনশ্রী দাসের হাতে একটি থার্মাল স্যানেটাইজিং মেশিন তুলে দিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রভাবিত প্রাথমিক শিক্ষক সমিতির মাল সার্কেলের সদস্যরা। মেসিন হাতে পেয়ে বিদ্যালয় পরিদর্শক বলেন, “আমাদের এই অফিসে শিক্ষক শিক্ষিকারা নিয়মিত আসেন। বর্তমান পরিস্থিতিতে এই মেসিনটি অফিসে স্যানেটাইজড করার কাজে আসবে এবং অফিসের পরিবেশ ভালো থাকবে”। এছাড়াও এদিন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা শহরের ৭ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জন্য স্বাস্থ্যকর দুধ বিতরণ করেন।
সংগঠনের মালবাজার সার্কেলের সাধারণ সম্পাদক সুতীর্থ ঘোষ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর দুয়ারে শিক্ষক কর্মসূচি অনুযায়ী এদিন বিদ্যালয় পরিদর্শকের অফিসের জন্য একটি থার্মাল স্যানেটাইজিং মেশিন তুলে দিলাম। কারণ এই অফিসে শিক্ষকরা নিয়মিত আসেন। এই মেসিনের দ্বারা অফিস স্যানেটাইজড করা যাবে। পাশাপাশি এস আই ম্যাডামের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে মালবাজার এলাকার প্রাথমিক স্কুল গুলো খোলার প্রস্তাবও লিখিত আকারে পাঠানো হলো। এই অঞ্চলের প্রাথমিক স্কুল গুলিতে অনলাইন পঠনপাঠনের কোন পরিকাঠামো নেই। দীর্ঘদিন ধরে স্কুলগুলি বন্ধ রয়েছে ফলে পড়ুয়ারা পড়াশোনা বিমুখ ও অমনোযোগী হয়ে পড়ছে। এই কারণেই উর্ধতন মহল বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক স্কুল খোলার বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আবেদন করেছি সংগঠনগত ভাবে।”
এদিনের কর্মসূচিতে সুতির্থ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ দাস, প্রদ্যুম্ন দাশগুপ্ত, পরিমল দেবনাথ, সীমা সাহা, মেয়ে দেবী থাপা সহ অন্যান্য প্রাথমিক শিক্ষকবৃন্দ।