নিউজপিডিয়া ডেস্ক: ভোটের মরশুমে পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনা গ্রাফ। সঙ্গে বাড়ছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যাও।তা নিয়ন্ত্রণে আনতেই আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যের রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
বাড়বাড়ন্ত করোনা আক্রান্তের সংখ্যা ও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের লকডাউনের পথেই হাঁটবে কিনা এসব রাজ্য, তা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে এই বৈঠকে। বঙ্গে ভোটের মরসুমে বেড়েই চলেছে করোনা। রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যেও করোনা নিয়ে কোনও সচেতনতা দেখা যাচ্ছে না। সেখানে না মানা হচ্ছে নূন্যতম সামাজিক দূরত্ব, না আছে মাস্ক। ফলে এর মধ্যে দিয়েই ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এই মারণ ভাইরাস। সবথেকে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এরপরই রয়েছে কেরল, পাঞ্জাব, দিল্লি, তামিলাড়ু। সেখানেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই কার্ফু জারি করেছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে তাতেও খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না।