নিবারণ রায়, ময়নাগুড়ি: চিনির দানার উপর ক্ষুদ্রতম জাতীয় পতাকার চিত্র অঙ্কন করে আন্তর্জাতিক রেকর্ডের অধিকারী হলেন ময়নাগুড়ির রাজারহাট মোরের পশ্চিম হারমতি গ্রামের ছাত্র ঋষিকেশ রায়। তিনি যে চিনির দানার উপর জাতীয় পতাকার চিত্রটি অঙ্কন করেন তার আয়তন মাত্র ০.২ বর্গ মিলিমিটার। ঋষিকেশ রায় বর্তমানে সুকান্ত মহাবিদ্যালয়ের এডুকেশন অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র।
https://m.facebook.com/story.php?story_fbid=1560740754098743&id=449286631910833
তিনি জানান যে, চিত্রটি অঙ্কন করতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছিল এবং এখানে তিনি কৃত্রিম রং ব্যবহার করেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, “আর্থিক অস্বচ্ছলতার জন্যই ছোট থেকে কোন শিক্ষকের কাছে আর্ট শিখতে পারিনি। তবে আমার প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মানে দারিদ্রতা।তাই যখনই সময় পেতাম কাগজ কলম নিয়ে বসে পরতাম। এভাবেই আজকে যে সাফল্য আমি পেয়েছি, তাতে আমি অত্যন্ত গর্বিত।”

