নিজস্ব সংবাদদাতা,মেখলিগঞ্জ: উত্তরবঙ্গে দল বদলের হিরিক পড়েছে। আজ সন্ধ্যায় তৃণমূল নেতা পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে মেখলিগঞ্জ পৌরসভার তিরিশ জন বিজেপি, কংগ্রেস, বাম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন পরেশচন্দ্র বাবুর হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করেন তাঁরা।
দলীয় যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের তৃণমূল নেত্রী সোমা ভৌমিক,নেট মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। এদিন বিদ্যুৎ হালদার, সঞ্জয় মন্ডল, নূর আলম, সঞ্জিত রায়, ঋষভ চক্রবর্তী, নাসির আলি, সৌগত দত্ত প্রমুখ যোগদান করেন।
এই যোগদান এর ব্যাপারে পরেশচন্দ্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে আগামী দিনে নতুন বাংলা গড়তে যুব শক্তিকে নিয়ে আমাদের একসাথে চলতে হবে।