বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বুধবার হলদিবাড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫৬ নং বুথে পাড়ায় সমাধান করতে এসে জ্ঞান দাস কাঞ্চার মোড় থেকে আলসার মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। জানা গেছে, এই খাতে ৫৯ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।
বিধায়কের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ১৫৬ নং বুথের গ্ৰাম পঞ্চায়েত শ্যামলী বেগম, ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবুয়াল রহমান সহ দলের অন্যান্য কার্যকর্তারা। এদিন ওই রাস্তার কাজের সূচনা করায় খুশি হলেন স্থানীয় বাসিন্দারাও।