নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ি: জলপাইগুড়ি সদর হাসপাতালের নার্স করোনাকে জয় করে বাড়ি ফিরলেন সোমবার। তিনি হলদিবাড়ি শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। হলদিবাড়ি ফিরতেই প্রশাসনিক কর্মকর্তা সহ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে তাঁকে সংবর্ধনা জানালেন। উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি দেবাশীষ বসু, হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত, হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ ডা. তাপস কুমার দাস সহ পুর স্বাস্থ্য কর্মীরা। হলদিবাড়ি ব্লক ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
রবিবার টেস্ট করার পর ওই নার্সের রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার দুপুরে তাকে জলপাইগুড়ি সারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ ডা. তাপস কুমার দাস বলেন, ওই নার্স জলপাইগুড়ি সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের নার্সের ইন চার্জ ছিলেন। কর্তব্যের তাগিদে রোগীদের সেবা করতে গিয়ে তিনি করোনা সংক্রামিত রোগীদের সংস্পর্শে আসেন। উপসর্গহীন করোনা সংক্রামিত ছিলেন তিনি। আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি জলপাইগুড়ি সারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি জানান, ওই নার্সের সুস্থতার পাশাপাশি তাঁর গাড়ি চালক সহ পরিবারের সকল সদস্যদের লালা রস সংগ্রহ করার পর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এই কথা শোনার পর স্বস্তি ফিরেছে হলদিবাড়ি ব্লকে। এই বিষয়ে মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, হলদিবাড়ি শহরের পূর্ব পাড়ার বাসিন্দা ওই নার্স। তিনি করোনা সংক্রামিত হওয়ায় চিন্তায় পড়েছিল মেখলিগঞ্জ মহকুমা সহ হলদিবাড়ি ব্লকের বাসিন্দারা। মেখলিগঞ্জ মহকুমা সহ হলদিবাড়ি ব্লকে প্রথম করোনা আক্রান্ত ছিলেন এই নার্স।