সোমনাথ দত্ত, মালবাজার: এলাকার বিভিন্ন অংশের স্যানিটাইজ করার মধ্য দিয়েই কাজ শুরু করলো মালবাজার ব্লকের ওদলাবাড়ি এলাকার রেড ভলান্টিয়ারের সদস্যবৃন্দ। যৌবনের দূত এই রেড ভলান্টিয়ার্স। ওদলাবাড়ী রেড ভলান্টিয়ার্স নবাগত শিশু। সমাজ সেবার ময়দানে পা রেখে সমাজ সংস্কারের ভূনিকায় অবতীর্ন এই নবাগতের দল। তবে নবাগত হলেও সমাজ সেবার আঙিনায় সাধারণ মানুষের হৃদয় জিতে নিল প্রানবন্ত ছেলেমেয়েদের দল।সোমবার মালবাজার ব্লকের ওদলাবাড়ী বাজার ও হাট স্যানিটাইজ করার কাজে হাত দিল।
প্রখর রৌদ্রের তাপকে উপেক্ষা করে ওদলাবাড়ী বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্যানিটাইজ করল। দলের সদস্য রত্না, জবা, সৌমদীপ, জয়ন্ত অনুপরা এই কাজ শুরু করার পর খুবই আনন্দিত। সমগ্র ওদলাবাড়ী বাজার ছাড়াও সেন্ট্রাল ব্যাংক ও সরকারি অফিসও স্যানিটাইজ করল ওদলাবাড়ী রেড ভলান্টিয়ার্স এর সদস্যবৃন্দ। রেড ভলান্টিয়ার্সের আহ্বায়ক জবা সরকার বলেন, “আজ আমাদের প্রথম কাজ। আগামীকাল ক্রান্তি রোডের দুই পাশের দোকান ও বাড়ীতে স্যানিটাইজ করব। সময় থাকলে বিধান পল্লীর কিছু রাস্তায় স্যানিটাইজ করা হবে। ধাপে ধাপে ওদলাবাড়ীর সমস্ত এলাকা স্যানিটাইজ করবে এই রেড ভলান্টিয়ার্স। আগামীতে রক্তদান শিবির, অসুস্থ মানুষের বাড়ীতে ঔষধ, রেশন ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।”
এদিনের রেড ভলান্টিয়ার সদস্যদের উদ্যোগকে সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই।