নিউজপিডিয়া ডেস্ক: বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হল এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। শনিবার এগরা-১ এর নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্থানীয় বিধায়ক সমরেশ দাসের ছবিতে মাল্যদান ও নীরাবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উক্ত স্মরনসভায় উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারি সাউ, দলের সাধারণ সম্পাদক প্রভুপদ দাস, জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশাল, শান্তনু মাইতি, সত্য চক্রবর্তী, উদয় শঙ্কর সর প্রমুখ।