ফিরোজ হক্, ১২ জুন: কিছুদিন আগে মেটেলী বাজারে করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। তাই আগামী সাতদিন মেটেলী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আগামীকাল থেকে বাজার চালু রাখার সিদ্ধান্ত নেন মেটেলীবাসী। এই পরিস্থিতিতে জীবাণুনাশক স্প্রে ছড়ানোর উদ্যোগ নিলেন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের মেটেলীর কর্মীরা।
শুক্রবার ওই দুই সংগঠনের কর্মীরা মেটেলীতে জীবাণুনাশক স্প্রে করেন। এদিন মেটেলী বাজার, বিভিন্ন পাড়া, রাস্তা-ঘাট স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন সমীরণ দে, মলয় চক্রবর্তী, শুভেন্দু দত্ত, নয়ন হাজরা প্রমুখ। সমীরণ দে জানান, বাজার চালু হলেও আপাতত বাইরের ব্যবসায়ীদের বাজারে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।