নিজস্ব সংবাদদাতা,মেটেলি: মেটেলী ব্লকের কিলকোট চা বাগান থেকে উদ্ধার হল বিশালাকৃতির অজগর। শনিবার কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইনে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে অজগরটিকে দেখা যায়। স্থানীয়রা নিজ উদ্যোগে অজগরটিকে বস্তাবন্দি করে খবর দেয় খুনিয়া স্কোয়াডে।
বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা যায়, অজগরটি সুস্থ অবস্থায় রয়েছে। তাই এইদিনই বনকর্মীদের উদ্যোগে অজগরটিকে খুনিয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।