ফিরোজ হক্, মেটেলী: মেটেলী বাজারে ফের করোনার হদিশ পাওয়া গেল। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মেটেলীর নেতাজী পাড়ায় এক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মেটেলীতে।
শনিবার এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নেতাজী পাড়ার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্র মারফত জানা যায়, বেশ কিছুদিন থেকে ওই ব্যক্তির শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরবর্তীতে ওই ব্যক্তির লালা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই ব্যক্তিকে বর্তমানে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।