ফিরোজ হক্, মেটেলী: মেটেলীতে প্রাধান্য বিস্তার করেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে মেটেলীর এসএফআই ও ডিওয়াইএফআই দলের সদস্যরা। এর পূর্বে এই দুই দলের যৌথ উদ্যোগে মেটেলীর বিভিন্ন প্রান্তে স্যানিটারাইজ করা হয়েছিল।
এবার ফের মানুষকে সচেতন করতে মেটেলী জুড়ে মাইকিং করলো এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা। এইদিন তাদের তরফে বাসিন্দাদের মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়। পাশাপাশি করোনা রোগী ও পরিযায়ী শ্রমিকদের প্রতি ভালো আচরণ করার কথাও জানানো হয়।
পাশাপাশি এইদিন এই দুই দলের যৌথ উদ্যোগে পথচলতি মাস্কহীন মানুষদের মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই-এর সম্পাদক সাহিল ইসলাম, সভাপতি রিক সাহা, নয়ন হাজরা, ডিওয়াইএফআই সম্পাদক সমীরণ দে সহ অন্যান্যরা। এসএফআই-এর সভাপতি রিক সাহা জানান, “মানুষকে এই মুহূর্তে সচেতন হওয়া উচিত। তাই আমাদের এই উদ্যোগ। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।”