
মোশাররাফ চৌধুরী: করোনা মোকাবিলায় নতুন করে রাজ্যকে চিন্তায় ফেলেছে মুর্শিদাবাদ। শুক্রবার সেখানে এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার সংবাদ মিলেছে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, সিভিয়ার একিউট রেসপিরেটরি ইলনেস (সারি) প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত এই জেলারই মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি ক্যাজুয়ালি নিও না’। একজন থেকে শতাধিক বা সহস্রাধিক আক্রান্ত হতে পারে। মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পর্কে এদিন রাজ্যের মুখ্যসচিব আরও বলেন, ‘মুর্শিদাবাদ জেলায় এখনও সর্বাধিক সারি কেস নথিভুক্ত হয়েছে। একজনের করোনা কেসও মিলেছে। জেলার জনঘনত্ব বেশি, তাছাড়া মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সারি এবং ইলি (ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ) নিয়ে থাকা মানুষদের খুঁজে বের করে হাসপাতালে ভর্তি করতে হবে।’
লকডাউন চলাকালীন মানুষ ধর্মীয় জমায়েত করার ঘটনা রাজ্য সরকারকে বিব্রত করেছে, যার কারণে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সরতে হয়েছে। এখন জেলাবাসীকে ঘরবন্দি করাটাই রাজ্যের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
লকডাউন শুরু হতেই ভিন রাজ্য থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করে। রাস্তায় বেরিয়ে আসছে, ধর্মীয় স্থানে জমায়েত করছে। পার্শ্ববর্তী মালদা জেলারও চিত্র প্রায় একই। তাই নবান্ন থেকে এই দুই জেলাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।