নিউজপিডিয়া ডেস্ক: বিতর্কিত রাম মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের নেতা ইমতিয়াজ জলিল। ৫ আগস্ট সেখানে শিল্যান্যাসের কথা রয়েছে।
আগামী ৫ আগস্ট প্রস্তাবিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে সেখানে। কিন্তু করোনা মহামারী ও লকডাউনের মাঝে এ ধরনের কর্মসূচিকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
‘মিম’ নেতা ইমতিয়াজ জলিল এমপি বলেন যে, ‘আইন সকলের জন্যই এক হওয়া উচিত। যদিও মন্দিরের বিরোধিতা করছি না আমরা। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারেই তা হচ্ছে। কিন্তু করোনা অতিমারির কারণে সরকার উৎসবের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেই নিষেধাজ্ঞা কি শুধুমাত্র সাধারণের জন্য, প্রধানমন্ত্রীর জন্য নয়? প্রধানমন্ত্রী নিজে সামাজিক দূরত্ব পালনের কথা বলছেন। তাহলে আমরাও সামাজিক দূরত্ব পালন করে ঈদের নামাজ পড়তে পারব? ওই অনুষ্ঠানে প্রায় দুশো ব্যক্তির অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বিজেপি। গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরাও উপস্থিত থাকবেন, তবে তাঁদের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে দুই ঘণ্টার জন্য অনুমতি দেওয়া গেলে ভক্তদের মন্দিরে পুজো করা আর মসজিদে নামাজ পড়ার অনুমতি কেন দেওয়া যাবে না? যদিও নামাজের জন্য সময় কম লাগে। অযোধ্যায় যাওয়া লোকদের সঙ্গে মহামারী করোনার কি কোনও প্রকার সমঝোতা হয়েছে? না করোনা তখন ছুটিতে চলে যাবে?’
ওই ‘মিম’ নেতা আরও বলেন, ‘বিজেপির কিছু নেতা মন্দিরের জন্য ৪৯২ বছরের অপেক্ষার কথা বলেছেন। তাহলে তারা কয়েক শতাব্দী অপেক্ষা করতে পারলেন, আর মাত্র কয়েক মাস অপেক্ষা করতে পারলেন না! আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে মহারাষ্ট্র সরকারের ‘প্রতীকী কুরবানি’ দেওয়ার মুসলিমদের পরামর্শরও সমালোচনা করেছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি হনুমান গরহি মন্দিরে হনুমানের পুজোও করবেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ওই অনুষ্ঠান উপলক্ষে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী ওই অনুষ্ঠানে ২০০-র বেশি মানুষ উপস্থিত থাকবেন না। তাঁদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত অতিথি। রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।’