আজ সকাল ৯ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ই এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য সারা দেশবাসীকে বাড়ির সমস্ত আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর ডাক দিয়েছেন। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয়েছে, একসঙ্গে প্রচুর প্রদীপ বা মোমবাতি জ্বালালে করোনা ভাইরাস মারা যায়। যদিও এটি কারা কোথা থেকে ছড়াচ্ছে, তা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয় নি।

কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে পাল্টা মিম (meme) পোষ্ট করছেন অনেকেই।উল্লেখ্য, প্রতিবছর দেওয়ালীর পরেই ভারতের রাতের কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় দেওয়ালীর রাতের ছবি প্রকাশ করেছে নাসা (NASA। যেগুলি আসলে ভুয়ো ছবি। মূলত সেই ঘটনা ছবির কথা স্মরণ করেই এই ব্যঙ্গাত্মক পোষ্ট বা মিম পোষ্ট করছেন অনেকেই।
Nasa already released image eta best chilo😂