
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: রোজা মুসলিমদের কাছে বছরে একবার করে আসে। কিন্ত, এই বছর আর বাকি অন্যসব বছরের মত একদম এক নয় একটু আলাদা। গোটা বিশ্বে মহামারী করোনাকে ঠেকাতে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তাই এবছর রমজান পালন করতে হবে দূরত্ব বজায় রেখেই। ইফতারও পালন করা যাবে না একজোট হয়ে। ঠিক এই বার্তা নিয়েই ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে রাজপুর ও সোনারপুর এলাকার ২০০টি পরিবারের কাছে পৌঁছে গেলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।
গতবছর সাংসদ রাজপুর ও সোনারপুর এলাকার যেসমস্ত মানুষের সঙ্গে মিলে একসঙ্গে ইফতার করেছিলেন, এবার তাঁদের কাছে লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে পৌঁছে গেলেন মিমি। ওই এলাকার পরিবারদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি, ইফাতারের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রীও পাঠান সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রয়োজনে সবসময় পাশে থাকার বার্তাও দেন তিনি।
প্রসঙ্গত, এমন কঠিন এই পরিস্থিতিতে প্রয়োজনে বহু মানুষের পাশেও দাঁড়াতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘চা কাকু’র কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন, তো কখনও আবার নববর্ষে অনাথ শিশুদের কাছে নতুন জামাকাপড় পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিয়ো পোস্ট করে মানুষকে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছেন মিমি চক্রবর্তী।