নিউজপিডিয়া ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। করোনার উপসর্গ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছেন তিনি। তবে শ্বাসকষ্ট নেয় বলে জানা গেছে।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি পশ্চিমঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তখন উপসর্গ স্বল্প মাত্রার থাকার কারণে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে করোনার উপসর্গ বেড়ে যাওয়ায় এবার হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।
মন্ত্রী নিজেই টুইট বার্তায় করোনা আক্রান্তের খবর জানিয়েছিলেন। করোনা আক্রান্তের পর ৫ দিন হোম আইসোলেশনেও ছিলেন তিনি। তবে সোমবার থেকে তিনি দুর্বলতা ও ব্যাথা অনুভব করতে থাকেন বলে পরিবার সূত্রে জানা গেছে।