নিজস্ব সংবাদদাতা, হাওড়া: লকডাউনের জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের পড়ার ঘাটতি মেটাতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা গ্রহণ করে। লিটল বার্ডস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শিবানী অনলাইনে ক্লাস করতে না পারায় আত্মঘাতী হয়েছে। মোবাইল ফোনটি খারাপ হয়ে যাওয়ায় অনলাইনে ক্লাস করতে পারছিল না সে।
জানা গিয়েছে, মোবাইল ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে অনলাইনে ক্লাস করতে পারছিল না সে। তাই পরীক্ষায় ফেল করার আশঙ্কায় আত্মঘাতী হল হাওড়ার এক কিশোরী। নিহত শিবানী আসলে বিহারের সমস্তিপুরের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, হাওড়ার নিশ্চিন্দার রাজচন্দ্রপুরে ভাড়া বাড়িতে দাদার সঙ্গেই থাকত সে। স্থানীয় লিটল বার্ডস স্কুলের দশম শ্রেণীতে পড়ত। মোবাইল ফোনটি খারাপ হয়ে যাওয়ায় অনলাইনে হওয়া ক্লাসগুলিতে যোগ দিতে পারছিল না সে। যার জেরে পড়ায় পিছিয়ে পড়ার আশঙ্কায় বৃহস্পতিবার আত্মঘাতী হয় শিবানী।
ছাত্রীর দাদা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে তিনি বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে ডাকাডাকি করলেও দরজা খোলেনি। শেষে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে শিবানীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।