নিউজপিডিয়া ডেস্ক: শুক্রবার সকালে “মোদী জিন্দাবাদ” এবং “জয়শ্রী রাম” বলে চিৎকার করতে অস্বীকার করায় রাজস্থানের সিকার জেলায় ৫২ বছর বয়সী এক মুসলিম অটোরিকশা চালককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ।
এতটাই লাঞ্ছিত হতে হয়েছিল যে গফ্ফর আহমদ কচ্ছায়া নামে ওই অটোরিক্সাচালকের তাঁর দাঁত ভেঙে গিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল ও গালে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছিল। তিনি এই অবস্থাতেই এফআইআর দায়ের করেছিলেন। তিনি আরো অভিযোগ করেছেন যে তাঁর ঘড়ি ও টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা।
কচ্ছায়ার ভাগ্নে শহীদ এক্সপ্রেসকে জানিয়েছেন যে তার চাচা সকাল সাড়ে ৪ টার দিকে পাশের একটি গ্রামে যাত্রীদের নামিয়ে দেওয়ার পরে ফিরছিলেন। তখন তাকে এসইওভিতে দু’জন লোক তামাক চাওয়ার নাম করে থামিয়ে দেয়। এরপর তাদের তামাক দিতে গেলে অভিযুক্তরা তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বলে কিন্তু তা না বলায় ব্যাপক মারধর করা হয়।
পুলিশ সুপার গগনদীপ সিঙ্গলা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন,” কচ্ছায়া তাদের তামাক দিতে গেলে তারা সেটা নেয় না। বরং তাঁকে “মোদী জিন্দাবাদ” ও “জয় শ্রী রাম” বলতে বলা হয় কিন্তু তিনি অস্বীকার করলে তাকে অভিযুক্তদের মধ্যে একজন প্রথমে চড় মারে। এরপর কচ্ছায়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আসামিরা তাকে ধাওয়া করে জগলমপুরার কাছে ধরে এবং মারধর করে, গালি দেয় এবং ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। শুধু তাই নয় তার কাছ থেকে অভিযুক্তরা মানিব্যাগ, ঘড়ি এবং ৭০০ টাকাও ছিনিয়ে নিয়ে যায়।”
কচ্ছায়া অভিযোগ করে বলেন যে,”তারা লাঠি দিয়ে আমাকে লাঞ্ছিত করায় আমি আমার বাম চোখ, গাল এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছি। আমাকে মারধর করার পরে তারা বলেছিল যে আপনাকে পাকিস্তানে পাঠানোর পরে আমরা বিশ্রাম নেব”। তাঁর অভিযোগের পর গতকাল দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে পুলিশ। কচ্ছায়ার করা এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ২৯৫ এ (ইচ্ছাকৃত এবং অন্যায় কাজ, যে কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার মাধ্যমে ধর্মীয় অনুভূতি ঘৃণা করার উদ্দেশ্যে) এবং ৫০৪ (শান্তির লঙ্ঘন প্ররোচিত করার ইচ্ছাকৃত অপমান) সহ দায়ের করা হয়েছে।