নিউজপিডিয়া ডেস্কঃ রবিবার হলদিয়া অর্থাৎ শুভেন্দুর খাসতালুকে প্রধানমন্ত্রীর সভা নিয়ে একটু বেশিই উৎসাহী রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। মোদির সভায় প্রথমবার বক্তব্য রাখতে উঠেই তৃণমূলকে একহাতে নিলেন। রাজ্যে দুর্নীতি, শিল্পের অনগ্রসর অবস্থা নিয়েও বিঁধতে ছাড়লেন না তিনি। বিজেপিতে পা দিয়েই বাংলাকে সোনার বাংলা হিসেবে দেখতে মরিয়া শুভেন্দু। দিল্লি আর বাংলাতেও এক সরকারের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর কথায় রাজ্যে আর কেন্দ্রে একই সরকার থাকলেই বাংলা আরও এগিয়ে যেতে পারবে। আর তাই প্রত্যেক সভার মতো এই সভায় বক্তব্য রাখতে গিয়েও বলেন, “বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার চাই। দিল্লি ও বাংলায় একই দলের সরকার হতে হবে। BJP এ রাজ্যে ক্ষমতায় এলেই আসল পরিবর্তন দেখতে পাবেন। মোদীজিই পারবেন বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে।”
সভার শুরুতেই দর্শকের উদ্দেশ্যে রাজ্যে বিজেপিকে নিয়ে আসার আহ্বান জানান তিনি। এবং নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘গোটা পৃথিবীতে বন্দিত নরেন্দ্র মোদী। আমরা প্রতিদিন সভা সমিতি করি। আমি হলদিয়া শহরের ভোটার। দুবার এখান থেকে সাংসদ হয়েছি। মোদীজিকে এই মাটিতে স্বাগত জানাই। সতীশ সামন্ত, সুশীল ধারাদের স্বপ্ন সফল করবেন মোদীজি।” তিনি বলেন, হলদিয়ার মতো জায়গাতেও রাজ্য সরকার কিছু করতে পারেনি। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী যা করেছেন এই বন্দরকে ঘিরে, তার জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে গত সাড়ে ন বছরে একটিও শিল্প হয়নি। বর্তমান রাজ্য সরকারের কোনও শিল্পনীতি নেই। আগামী নির্বাচনে প্রকৃত পরিবর্তন আনতে হবে।”