নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: এবারের ঐতিহাসিক ২৯ শে জুলাই অন্য ভাবে পালিত হবে। করোনার প্রকোপে থমকে গেছে সাধারন জীবন যাত্রা।যার আঁচ পড়েছে খেলার মাঠেও। প্রায় সমস্ত ধরনের খেলার স্বাদ থেকে বঞ্চিত সমর্থকরা কিন্তু,সমর্থকদের একেবারে হতাশ করতে চান না মোহনবাগান কর্তারা। তাঁরা সোশ্যালমিডিয়াকে অস্ত্রকে করে, সমর্থকদের ড্রয়িংরুমে পৌঁছে দেবেন মোহনবাগান দিবসের আমেজ।
ক্লাবের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে,
ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে মোহনবাগান দিবসের খুঁটিনাটি উপভোগ করতে পারবেন সমর্থকরা।
মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেন,
‘এই পরিস্থিতিতে ক্লাবে জাঁকজমক করে অনুষ্ঠান করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই আমরা সোশ্যালমিডিয়ার মাধ্যমে সমর্থকদের মোহনবাগান দিবসের আমেজ পৌঁঝে দেবো।’
অর্থ সচিব দেবাশীষ দত্তও একই কথা বলেন, “বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” তিনি আরও বলেন, ওই দিন সকাল থেকেই আমাদের বিভিন্ন কর্মকান্ড সমর্থকরা দরখতে পাবেন এবং সমর্থকরা যাতে একেবারেই নিরাশ না হন তার জন্য অনেক চমকের ব্যবস্থা রাখছেন।ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলবে।আমাদের অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানতে, আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
ক্লাবের সভাপতি স্বপন বোস (টুটু) এদিন ঘোষনা করেন যে, এবারে মোহনবাগান দিবসে আইএফএ সচিব জয়দীপ মুখার্জীকে বিশেষ সম্মান তথা সেরা ক্রীড়া প্রশাসক হিসাবে মোহনবাগানের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হবে।
টুটু বাবু বলেন, ‘জয়দীপ বাংলার ফুটবলের উন্নতিতে যেভাবে নিজেকে সঁপে দিয়েছেন,তাতে করে এ সম্মান তাঁর প্রাপ্য।’ মোহনবাগান সমর্থকরা কর্তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। অন্তত দুধের স্বাদ ঘোলে তো মিটবে!