নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: গোটা রাজ্যে দলবদলের হিরিক পড়েছে, বিভিন্ন দল থেকে প্রতিদিনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদানের খবর আসছে। গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলাও একই ভাবে শাসক দলে নাম লেখাচ্ছে বহু মানুষ। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আজ কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর অঞ্চলের মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ থেকে ৭২ টি পরিবারের প্রায় চার শতাধিক মানুষ বিজেপি -সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

অন্যদিকে, নাটাবাড়ি বিধানসভার বিধায়ক তথা উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে তার বিধানসভা এলাকায় ২১৫টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করেছে।