নিউজপিডিয়া ডেস্ক: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা(NIA) -র সঙ্গে এবার তদন্তে নামল ইজারেয়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। ফলে আগের চেয়ে আরও জোরালো হল তদন্ত। ইতিমধ্যেই তেল আভিভ থেকে দিল্লি এসেছেন সেই গুপ্তচর সংস্থার কয়েকজন আধিকারিক। পুরো ঘটনাই খতিয়ে দেখছেন তাঁরা। তদন্তের সাপেক্ষে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের তথ্যও জোগাড় করেছে তাঁরা।
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পিছনে ইরানের মদতপুষ্ট জঙ্গির হাত আছে বলেই সন্দেহ করছে NIA। উল্লেখ্য, এর আগেও ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফলে এবারও তেমন কিছুরই ইঙ্গিত পাচ্ছে দুই গোয়েন্দা সংস্থাই।

বিস্ফোরণের পরই তদন্ত করতে গিয়ে ঘটনা স্থল থেকে একটি প্যাকেটের গায়ে আটকানো চিরকুট থেকেই সন্দেহ আরও জোরালো হয়। ওই প্যাকেটে থাকা বিস্ফোরকটিও অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা।