নিউজপিডিয়া ডেস্কঃ বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামের নামেই লুকিয়ে চমক। এককথায় স্বপ্নপূরণ মাননীয় প্রধানমন্ত্রীর! বুধবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পাল্টে হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। স্টেডিয়ামটির নতুন করে সংস্করণের পরে নামটিকেও নতুন করা হল। এদিন এই স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ, থেকেই নবনির্মিত মোতেরায় শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাত ব্যাপী তৃতীয় টেস্ট। আর তাঁর আগেই নতুন নাম ও নবনির্মিত ধামে উচ্ছসিত ভারতীয় খেলোয়াড়রা।

জানা গেছে, এই নবনির্মিত স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে ৮০০ কোটি টাকা। এই স্টেডিয়ামে দর্শকাসনের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে এক লাখ দশ হাজার। রয়েছে ৭৬টি কর্পোরেট বক্স। স্টেডিয়ামে রয়েছে তিনটি প্রবেশ পথও। আরও উন্নত মানের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে ৩০০০ গাড়ি এবং দশ হাজার বাইক পার্কিং করা যাবে। সব মিলিয়ে দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
অন্যদিকে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় সৌরভ গাঙ্গুলি টুইটে জানান, “আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। অনেক মানুষের কঠোর পরিশ্রমের ফসল এটি। পিঙ্ক টেস্ট আমাদের স্বপ্ন এবং ভারতে দ্বিতীয়বার তা আয়োজিত হচ্ছে। আগেরবারের মতোই পুরো স্টেডিয়াম ভরতি থাকবে আশা করি।” নবনির্মিত স্টেডিয়াম প্রসঙ্গে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেট তারকা কেভিন পিটারসেন জানান, “দৃষ্টিনন্দন মোতেরা! কিভাবে ব্যাখ্যা করব জানি না। এক লাখ দশ হাজার দর্শকের ক্যাপাসিটি। থিয়েটার অব ড্রিমস ছাড়া আর কি!”