নূর হোসেন, কোচবিহার: বর্তমান বিশ্বের কাছে অনলাইন বিনোদনের ব্যাপক জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। এখানে নিয়মিত বিনোদনমূলক, শিক্ষামূলক, প্রযুক্তিবিষয়কসহ নানা ধরনের ভিডিও আপলোড হয়। তাই ইউটিউব বিশ্বজুড়ে জনপ্রিয় চ্যানেলগুলোকে সম্মানিতও করে থাকে। তারই অংশ হিসেবে ভালো কাজের জন্য ইউটিউব ‘সিলভার প্লে-বাটন’ সম্মান পেয়েছেন কোচবিহারে যুবক।
কোচবিহারে অন্যতম জনপ্রিয় মুখ মৃন্ময় দাস। আর, সিনেবাপ এই নামের সঙ্গে ৮ থেকে ৮০ সবার কাছে পরিচিতি মুখ।
বর্তমানে যুগে কঠিন কাজ হলো মানুষকে বিনোদন করা। এই কঠিন কাজ নিয়মিত করছে কোচবিহারে যুবক মৃন্ময় দাস। ২০১৮ সালে ২৭ই সেপ্টেম্বর সিনেবাপ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেন। সেখানে অল্প কিছু দিনের মধ্যে দর্শকের মন জয় নেয়। চ্যানেল- এ প্রায় ৮ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নিয়মিত তাঁর ভিডিও দেখেন কয়েক লক্ষ মানুষ। ২০১৯ সালে ২৮ শে অক্টোবর সিনেবাপ মৃন্ময় নামে ব্লক চ্যানেল খুলেন। সেখানে খুব তারাতারি জনপ্রিয়তা পায়।মৃন্ময় দাস জানান ১ লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর প্লে বাটনের জন্য আবেদন করি। কিন্তু লকডাউনের জন্য আসতে দেরি হয়। বর্তমান তাঁর ব্লক চ্যানেল- এ সাবস্ক্রাইবার সংখ্যা 2 লক্ষ 72 হাজার কিছু বেশি। বর্তমানে মৃন্ময় দাসের ঝুলিতে রয়েছে 2 টি সিলভার প্লে বাটন ও শংসাপত্র।
বর্তমানে তাঁর দুটি চ্যানেল মিলে – এ ভিডিও সংখ্যা প্রায় ১০০ টির উপরে রয়েছে। প্রসঙ্গত, তিনি একসময় জি বাংলার মিরাক্কেল এ খুব খ্যাতি অর্জন করেন তার বিনোদনের জন্য।