নিউজপিডিয়া ডেস্ক: “নারদাকাণ্ডে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক” পুলিশকর্তা এইচ মির্জাকে গ্রেফতারী প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন মুকুল রায়। মাঝখানে বহু জল গড়িয়েছে রাজ্যে। নারদাকাণ্ডে ফের একবার তদন্তের স্বার্থে সক্রিয় হয়ে উঠলো ইডি। বিজেপি নেতা মুকুল রায়কে একটু কড়া ভাবেই নোটিস পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, সমস্ত আয়-ব্যয়ের হিসেবনিকেশ ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
৭ দিনের মধ্যে এইসব নথি জমা দিতে হবে, এমনটাই নোটিসে বলা হয়েছে। মুকুল রায়কে নিয়ে দোলাচলে রয়েছে বঙ্গবিজেপি, চলছে নানারকম জল্পনা এর মাঝেই ইডির পাঠানো নোটিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে জুন মাসে একবার নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু তখন মুকুল রায় কোভিড ও লকডাউন পরিস্থিতির কথা উল্লেখ করে সময় চেয়ে নেন। ফের এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার জন্য পুনরায় নোটিস পাঠাল ইডি।
এই প্রসঙ্গে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম চিঠির কথা স্বীকার করলেও দ্বিতীয় চিঠির কথা স্বীকার করেননি।
অন্যদিকে ইডি সূত্রে খবর, শুধু মুকুল রায় নয়। নারদা কান্ডে জড়িত আরো বেশ কয়েকজনকেও নোটিস পাঠানো হচ্ছে।