ফিরোজ হক, জলপাইগুড়ি: কোভিড পরিস্থিতির দরুণ প্রভাব পড়েছে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমে। ফলে পূর্বের মতো আন্তর্জাতিক বন্ধন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়লো হুজুর সাহেবের মেলায়। করোনা পরিস্থিতির দরুণ বাংলাদেশি ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকায় ৭৭ -তম হুজুর সাহেবের মেলায় উপস্থিত থাকতে পারছেন না হুজুর সাহেবের বাংলাদেশি বংশধররা।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হুজুর সাহেবের ইসালে সওয়াব। এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হলো। সেইসঙ্গে প্রকাশিত হল হুজুর সাহেবের জীবনী সংকলিত স্মরণিকার তৃতীয় বার্ষীক সংখ্যা ‘নূর এ পয়গাম’। এদিন পতাকা উত্তোলন করেন হলদিবাড়ি একরামিয়া ইসালের সভাপতি আলহ্বাজ খন্দকার মোঃ আফজালুল হক। স্বাগত ভাষণ দেন কমিটির সম্পাদক লুৎফর রহমান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল রহমান, খন্দকার রায়হানুল রহমান, খন্দকার সামসুল আরেফিন, খন্দকার সিরাজুল হক, জালালউদ্দিন সরকার, নূরল খালেক আহমেদ সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানের সূচনা হলেও করোনা পরিস্থিতির দরুণ পূর্বের মতো জাঁকজমকভাবে মেলা হচ্ছে না। দোকানের পসরাও যথেষ্ট কম। এদিন বহিরাগত ব্যবসায়ীরা গাড়িতে করে পণ্য নিয়ে আসলেও দোকান দেওয়ার অনুমতি পাননি।

তবে পূণ্যার্থীদের অবাধ প্রবেশ রয়েছে যদিও তাদের স্বাস্থ্যবিধি মেনেই মেলায় প্রবেশ করতে হবে। মেলায় নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিটির তরফে। মেলা চলাকালীন উপস্থিত থাকবেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও আইসি পদমর্যাদার অফিসাররা। মেলায় এসআই ও এএসআই পদমর্যাদার অফিসার থাকবেন ১০০ জনেরও বেশি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহিলা কনস্টেবল সহ একাধিক সিভিক ভলেন্টিয়ার থাকছেন।
