
দ্য থার্ড আই ডেস্ক: এফআইআর পিছু ছাড়ছে না অর্ণব গোস্বামীর। গত মাসে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির অভিযোগে শনিবার প্রজাতন্ত্র টিভি চ্যানেলের সম্পাদক ও মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাইধনী থানার পুলিশ জানিয়েছে, রাজা শিক্ষা কল্যাণ সোসাইটির সেক্রেটারি ইরফান আবুবকর শেখ এবং দক্ষিণ মুম্বাইয়ের নুল বাজারের একজন বাসিন্দা অভিযোগ করেন যে, চ্যানেল ও গোস্বামী উভয়ই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করছেন।একটি মসজিদকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছেন অর্ণব গোস্বামী। বান্দ্রা স্টেশনের কাছে অভিবাসীদের জড়ো হওয়ার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক ছিলো না। কিন্তু গোস্বামী ইচ্ছাকৃতভাবে নগরে সাম্প্রদায়িক ঝামেলা সৃষ্টি করার জন্য ১৪ ই এপ্রিল জড়ো হওয়া অভিবাসীদের সঙ্গে মসজিদটিকে তুলে ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন। আবুবকর শেখ আরো অভিযোগ করেন, ২৯শে এপ্রিল অর্ণব গোস্বামী ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য শো’টিতে বলেছেন, কিছুক্ষণ পূর্বে মুম্বাইয়ের জামা মসজিদের পাশের হাজারো লোক ভিড় জমিয়েছে। লকডাউনের সময় মানুষ কেনো মসজিদের পাশে জড়ো হচ্ছে। অভিবাসীদের জড়ো হওয়ার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক ছিলো না অর্ণব গোস্বামী ইচ্ছাকৃতভাবে মুসলিমদের উপর করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার মিথ্যা দোষারোপ করার জন্য এই কথাগুলি বলেছেন।
পাইধনী থানার এক কর্মকর্তা জানিয়েছেন, আবুবকর শেখের অভিযোগের ভিত্তিতে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপরাধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এবং সেদিনের একটি ভিডিও ক্লিপ সংগ্রহ করা হয়েছে সত্যতা প্রমাণের জন্য।