নিজস্ব প্রতিনিধি: কোচবিহারে এখনো অব্দি করোনায় আক্রান্ত ৬৯জন আর তারমধ্য ৩৬জনই দিনহাটা মহাকুমার বাসিন্দা। আর, তাই দিনহাটা শহরে লকডাউনকে আরো কড়াকড়ি ব্যাবস্থা করতে দিনহাটা শহরে বাইক, টোটো, অটো অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে দিলো দিনহাটা পুরপ্রশাসন। তবে রেশন ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এসব গাড়ির ছাড় দেওয়া হয়েছে। ইতিমধ্যে শহর জুড়ে মাইকিং এর মাধ্যমে পৌরসভার তরফে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে।
পৌরসভা ইতিমধ্যে শহরে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা অব্দি দোকানপাট খোলা থাকলেও ১২টার পর থেকে কেউ যাতে দোকানপাট খোলা না রাখে সেই ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে। যদিও শহরবাসীর স্বস্তি কারন হলো যে ৩৬জন করোনায় সংক্রমিত হয়েছে তারা কেউই দিনহাটা শহরের বাসিন্দা নন।
এই বিষয়ে, দিনহাটা পৌরসভার প্রশাসক বিধায়ক উদয়ন গুহ বলেন, “পৌর এলাকাতে অনির্দিষ্টকালের জন্য কোন অবস্থাতেই বাইক, টোটো, অটো চলাচল করবে না। লকডাউন সফল করতে প্রশাসন নজর রাখছে।”