নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর: পুরাতন বিবাদকে কেন্দ্র করে ফের গণ্ডগোলের ফলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় গুরুতর জখম একজনের মৃত্যু হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে, সূতি থানার রামডোভা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিৎ ঘোষ(২৮)। বাড়ি সূতি থানার অজগর পাড়ায়। গণ্ডগোলের ফলে উভয় পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জঙ্গিপুরের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ঘটনায় জড়িত থাকায় চৈতন্য ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামডোমা মাঠে ভুট্টার জমি দেখতে গিয়ে পুরাতন বিবাদকে কেন্দ্র করে আবার গণ্ডগোল বাঁধে। এদিন বাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রাম রামডোবায় ভুট্টার জমি দেখতে যায় সে। অভিযোগ, সেসময় বছর দুয়েক আগের একটি গণ্ডগোলের রাগ উসুল করতে স্থানীয় জনা সাতেক ব্যক্তি লাঠি সোঁদা ও হাসুয়া নিয়ে প্রসেনজিৎ ঘোষের উপর হামলা চালায়। চলে ব্যপক মারধর। খবর পেয়ে প্রসেনজিৎতের বাড়ির লোকজন তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে।
প্রসেনজিৎ-কে প্রথমে জঙ্গিপুর ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিন রাতে মেডিক্যালে চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা যায়, লকডাউনে কাজ না থাকায় বেশ কিছুদিন থেকে বাড়ির জমি দেখাশোনার কাজ করতেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দফায় দফায় দুপক্ষের মধ্যে ব্যপক বোমাবাজি চলে। গভীর রাত পর্যন্ত দুইপক্ষের মধ্যে চলে বোমাবাজি।
ঘটনার খবর জানার পর পশ্চিমবঙ্গ সরকারের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন খুন হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তাঁর পরিবারের হাতে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য ও তাঁর ছেলের লেখাপড়ার দায়িত্ব নেন মন্ত্রী।