নিউজপিডিয়া ডেস্কঃ আজ, শনিবার নবদ্বীপের পরিবর্তন যাত্রার সূচনা মঞ্চ থেকেই তৃণমূলকে তীব্র আক্রমন করল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই সঙ্গেই যুক্ত করলেন নতুন স্লোগান, “অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা”। আসন্ন নির্বাচনে বাংলায় বিজেপিরই জয় নিশ্চিত ও বিজেপির পক্ষেই হাওয়া বইছে বলে দাবি করেন তিনি।
বাংলায় পরিবর্তন হবে এই দাবি তুলে তিনি বলেন, “এই পরিবর্তন যাত্রা বাংলার মানুষকে জাগ্রত করার যাত্রা। এই পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, মতাদর্শগত পরিবর্তন। বাংলার মানুষ জেগে উঠেছেন।” ভোটের আগেই দিল্লি থেকে বিজেপির নেতা- মন্ত্রীদের আনাগোনা নিয়ে বহিরাগত ইস্যু টেনে এনে রাজ্যের শাসকদল তীব্র কটাক্ষ করছে বিজেপিকে। সেই প্রসঙ্গের পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে জেপি নাড্ডা বলেন, “এঁরা বাঙালি-বহিরাগত ইস্যু নিয়ে সামনে আসছে। কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়। মমতা বাংলার সংস্কৃতির অনাদর করছেন। আমার নামের পর যেভাবে বিশেষণ লাগাছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনার বুদ্ধিভ্রষ্ট হয়েছে। আপনি বাংলার সংস্কৃতির অপমান করছেন। বাংলার সংস্কৃতির কদর শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন।”
বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ যে কোনও ভূমিপুত্রই হবেন তাও স্পষ্ট করে বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার সংস্কৃতির নেতৃত্ব একজন বাঙালিই করবেন।” বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে, তা নিয়েও বলেন, “মমতা সরকারের পতন ঘটলেই ৭০ লক্ষ কৃষক কিষাণ সম্মান নিধি পাবেন। নিজেদের অধিকার পাবেন কৃষকরা। বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত যোজনাও। ২৩ মে-র পর বাংলায় সব হবে।” এছাড়াও এদিনের সভা থেকে পরিবার তন্ত্র, কাটমানি, দুর্নীতি, বাংলায় নারী অত্যাচার সহ একাধিক ইস্যুতে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।