সোমনাথ দত্ত, মালবাজার: মাল মহকুমার প্রতিটি ব্লকেই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামনের সংখ্যা। সাধারণ মানুষকে সুস্থ রাখতে ও পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে শুক্রবার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা ও শুল্কাপাড়ার প্রতিটি এলাকায় স্যানেটাইজড করা ও সাধারণ মানুষের হাতে মাস্ক বিতরণের কাজে নামল সি পি আই(এম) নাগরাকাটা বাজার ও শুল্কাপাড়া শাখা,কমিটি।
এদিন সকাল ৯ টায় কর্মসুচী আরম্ভ হয় শুল্কাপাড়া এলাকা থেকে। এরপর শুল্কামোড়, নাগরাকাটা বাজার,নন্দুমোড় এলাকায় লাগাতার এই কর্মসুচী চলে। স্যানিটাইজের সাথে সাথে মাস্ক বিতরণও করা হয়। দলের এই কর্মসুচীতে ব্যপক উৎসাহ দেখা যায় সমগ্র এলাকায় ও অনেক পথচলতি মানুষ এই কর্মসুচীর সাথে পা মিলিয়ে উৎসাহ যুগিয়েছেন সি পি আই(এম) শাখা কমিটির সদস্যদের। সর্বস্তরের মানুষ এতে খুব খুশী। এর আগে পার্টির উদ্যোগে মাস্ক বিতরন ও সচেতন কর্মসুচী নেওয়া হয়েছিল।
পার্টি নেতা কৌস্তভ ভট্টাচার্য জানান এই কাজ আগামীদিনেও চলবে।আজ এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন রাজা বোস,নবিউল ইসলাম, কৃস্না উরাও প্রমুখ নেতৃবৃন্দ ও সাধারণ কর্মী সাথে এলাকার সাধারণ মানুষ।