নিউজপিডিয়া ডেস্কঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের বিধান নগর একটি গুরুত্বপূর্ণ জায়গা। দীর্ঘদিন ধরে বিধান নগরের মানুষের দাবি, বিধান নগরে জাতীয় সড়কের উড়ালপুল দুই ধারে স্থায়ী বাস স্ট্যান্ড এর প্রয়োজন। নিত্যযাত্রী, কলেজের ছাত্র ছাত্রী, সরকারি কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা এবং বৃষ্টিতে ও রোদে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকতে হয় বাস ধরার জন্য। বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাপন দাস জানান, গত বছর আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের চিঠি দিয়েছিলাম এবং সরকারি আধিকারিকে সবাইকে চিঠি দিয়েছি। কিন্তু এখনো স্থায়ীভাবে কোন বাস স্ট্যান্ড নির্মিত হয়নি।
কলেজপড়ুয়া সাধনা ঘোষ বলেন, প্রতিদিন আমাদের এইভাবে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে বাসের জন্য অপেক্ষা করতে হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মী বিশ্বজিত বোস বলেন, বাস স্ট্যান্ড দুটি প্রয়োজন বিধান নগর এর জন্য।
পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানান, এবার বৃষ্টিতে জাতীয় সড়কে বড়োবড়ো গর্ত হয়েছে। যেকোন সময় বিপদ ঘটতে পারে। তাই তাঁরা দ্রুত মেরামতের দাবি জানিয়েছে।