নিউজপিডিয়া ডেস্ক: মালবাজার মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাতে পিছিয়ে নেই মহকুমার অন্তর্গত নাগরাকাটা ব্লকের এলাকাগুলি। সংক্রামনের ফলে আক্রান্ত হয়েছেন সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ। সেই কারণে করোনা ভাইরাস ও তার অতিমারী নিয়ে মানুষকে সচেতন করার কাজে নামল সিপিআই(এম) নাগরাকাটা এলাকা কমিটি। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শুল্কাপাড়া ও নাগরাকাটার সমগ্র এলাকায় এই কর্মসুচী পালিত হয়। টোটো রিক্সা ও মোটর বাইকে করে মাইকযোগে প্রচারের মাধ্যমে নাগরিকদের এই রোগ সম্পর্কে সচেতন করা হয়।
সাথে করোনা ভাইরাসের লক্ষন গুলি সম্পর্কে সচেতন করা হয় জনগণকে। সরকারী নির্দেশ, সবাইকে মেনে, চলার জন্য অনুরোধ করা হয়। সব সময় বাড়ীতে থাকার চেষ্টা করতে হবে ও বাড়ীতে থাকলে কি কি করতে হবে তাও মাইকে প্রচার করা হয়।সবাইকে বাড়ীর বাইরে গেলে মাস্ক পড়ে যাবার আবেদন করা হয়। এই আবেদন ছাড়াও অনেক পথচারীকে মাস্ক বিতরণ করা হয় ও যারা মাস্ক পড়েননি টোটো থেকে নেমে তাদের মাস্ক পোড়ানো হয়। সিপিআই(এম) এর এই কর্মসুচীতে পথচলতি মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন আগ্রহ নিয়ে। এই কর্মসূচীতে ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রামলাল মুর্মু, পার্টির নেতা রাজা বোস, সঞ্জীব বরুয়া, নবিউল ইসলাম প্রমুখ।