নিউজিডিয়া: দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে চার দিন ব্যাপী ২১ তম বার্ষিক প্রকৃতি পাঠ শিবির শুরু হয়েছে মূর্তিতে। প্রকৃতির গাছপালা সহ পাখির ডাক শুনে চিনছে পাখিও। শনিবার শিবিরের দ্বিতীয় দিনে ওই সকল দৃষ্টিহীনদের পায়ে হেঁটে মুর্তি নদী পেরিয়ে নিয়ে যাওয়া হয় গরুমারা জঙ্গলে। জঙ্গলে তাদের কাউলা, লাম্পতি, শাল, জঙ্গল জাম, জারুল, চিলোনী ইত্যাদি গাছ ও সেই গাছের পাতা হাতে ধরে চিনিয়ে দেওয়া হয়। হিমালয়ান ন্যাচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও লাটাগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, গয়েরকাটা আরন্যক পরিবেশ প্রেমী সংস্থার সহযোগিতায় ওই প্রকৃতি পাঠ শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে।
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, “এই ক্যাম্পে যে ক্যাম্পারসরা এসেছে ওরা হয়তো পৃথিবীর রূপ রং দেখতে পায় না। কিন্তু, যথেষ্টই সংবেদনশীল। ওদের হাতে ধরে গাছ, পাতা, ফুল চেনানো হচ্ছে। নিজের কাজ নিজেকে করার পাঠও দেওয়া হচ্ছে। রবিবার ধুপঝোড়ার পিলখানায় নিয়ে গিয়ে হাতিকে ছুঁয়ে তাদের চেনানো হবে। নদী পারাপার করা সহ নানান বিষয় শেখানো হবে”। প্রকৃতি পাঠ শিবিরে অংশগ্রহণ করে ছেলে মেয়েদের দল দারুন খুশি।